আন্দোলন


কেউ বসে নাই
রাজ পথে সবাই
ক্ষমতার লড়াই সে চলছে;
গালি আর গুলি তবে সুবিচার
জেনে শুনে বোবা তাঁর
বিবেকের তাড়নায় জ্বলছে।


ঘাসের সবুজ মেলেছে নতুন ডানা
সেথা নেই রক্তের কালো দাগ
লাশের গন্ধ বাওয়া দামালেরা অজানা
মরে যায় ইতিহাস দূষিত পরাগ।


কলি-তুমি ফুল ফুটো না গো
এই কি রে অধিকার, বলো
এই যেন হ’ল চেতন শিখার
প্রদীপের ঘুম ভাঙল।


এই জাগে পাখি, মাঠের সবুজ
তুফানের তানে আনে তাড়া
এই জ্বলে উঠে রক্ত-সুরুজ
বেগে চলে জ্যোতি ময় ধারা।


উড়ে সেই কেতন আলোর তরণী
উতলা কণ্ঠে উঠে ঝনঝনি
এ আমার স্বাধীনতা;
শিকলে বাঁধিলে মশাল মিছিলে
দাউ দাউ অনলে জ্বলবেই চিতা।