জীবন তো থেমে নাই
বেঁচে থাকা চাই
সারা ক্ষণ নানা প্রয়োজন দিচ্ছে উঁকি
বিপদে-আপদে ভরা চার দিকি
টুকি-টাকি আছে ঠিকই মৃত্যু ঝুঁকি।


ওরা বোঝে না তো অন্যায়-অপরাধ
পাবার নেশার থাবায় হিংস্র স্বভাব।
ক্ষুধার্ত হায়েনারা খুঁজছে শিকার
ফটকেরা সবে করে চিৎকার
‘বেঁচে থাকা আমাদেরও অধিকার’।


মানস-সে অবতার
চোখে-মুখে ভয় নাই যার।
কলম হাতে এক অধম জোয়ান
বৃদ্ধ’টা চেঁচিয়ে গায় সাম্যের গান
শ্রমিকেরা মাঠে নামে বাঁচতে-বাঁচাতে
লাশ হয়ে ঘরে ফেরে আঘাতে আঘাতে।