বুলেটের সরকার
আমাকে বলতে দাও-
সত্য যা-তা;
আমাকে বলতে দাও-
খেটে খাওয়া মানুষের দুঃখ ব্যথা।
আমাকে বলতে দাও-
এ তোমার ব্যর্থতা।


বুকের ভেতরে চাপা যন্ত্রণা করে
চেপে রাখা শব্দগুলো;
আমাকে বলতে দাও-
শ্রমিকের কণ্ঠ স্বরে কোন আকুতিটা র’লো।


মশার কামড়ে দিশেহারা মৃত্যুর মিছিলে
মমতার মায়া কত অসহায়-
পুড়ে ছাই-বিভীষিকা
এক সাথে তোরা মিশে ক্ষমতার লালসায়।


অপবাদ মানছি না-
শুনে রাখ বজ্রের হুংকার
অবতার-দস্যুরা আর না
হয়ে যাক নিশ্চিত সু-বিচার।


তুমি যদি চাও আমি ঢেলে দেই
আমি যদি চাই তুমি বলো ধ্যাই
এতো সব আর ভাল লাগছে না।
দুর্নীতি-ঘুষ থামবে কি না।


আমি কলমের বদলে অস্ত্র চাই না
শিক্ষাঙ্গনে মাদক চাই না
সাম্যের দলে চাই বেঁচে থাক
চেতনার বাঙালি অধিকার
ব্যালটের সরকার।