বাংলা মাগো


বাংলা মাগো তোর আঁচল ছায়া-
সবুজ-শৈলী ঘন বন,
ঊষার আকাশ জুড়ে স্বপ্ন মায়া
পাখির কণ্ঠ কাড়ে মন ।


পুবালী প্রান্ত ঘেঁষে সূর্য্য হাসে
সতেজ গন্ধ ভাসে বায়-
কুসুম কলির বুকে ভ্রমর বসে
রাখাল মাঠে ছুটে যায়-
শিশির ঝরা বনে
সোনালী স্বপ্ন বুনে
গোধূলী সে করে আয়োজন ।


ধরলা নদীর জলে কল কল শ্রত চলে
ঢেউ জাগে মোহনায়
উজান ভাটির দেশে ভাটিয়ালী সুরে ভাসে
পাল তোলা ডিঙ্গী নায়।
গাঁয়ের বাঁকা পথে
সবুজ আচল পেতে
গড়েছ মায়ার-এ ভূবন ।


বাংলা মাগো তোর বাংলা ধ্বণী
বিশ্ব করেছে বিজয়
রক্ত রাঙা ঐ পতাকা খানি-
চির নন্দিত মুক্তির বারতায়
মাগো তোমার শ্যামল কোলে
জন্ম নিয়েছি বলে
ধন্য হলো এ জীবন