বাংলার বুকে
মহা-উৎসুক-এ
যুবকেরা যেন ঘুম;
তারুণ্য ছাড়া
আগামী পথ হারা
নাই নতুনের ধুম।


কালের স্রতোধারায়
বেলা বয়ে যায়
জাগেনা সূর্যসেনা;
তোলেনা সে পাল
ধরেনা তো হাল
এ কত কাল-অজানা।


আলস্য হেলায়
সোনালী স্বপনের পায়
পুড়িল শিকল ব্যাড়ি;
কীট-অনাচারে
ঘন মেঘ আঁধারে
দেশ-টা-যে গেল ভরি।
-উড়ো চিঠি