তুমি মন বোঝ কি গো মন
চেতনার এ কাতর পিয়াসী
উন্মুখ সদা বসি
কবে হবে আলেয়ার বিচরণ।
ঢেউ  জাগা দীপালিতে
কবে হবে ধমনীতে
ছুঁয়ে যাওয়া জাগরী শিহরণ।


রিনিঝিনি রিনিঝিনি
নূপুরের মৃদু ধ্বনি
বলে দেবে এলে তুমি আভাসে
ছোট ছোট নিশ্বাস
রজনীগন্ধা সুবাস
ঝড় তোলে পাপড়ির বাতাসে।


নয়নের শোভা দলে
আলেয়ার তারা ঢলে
ঠোঁটে আঁকা কি মধুর হাসি
কি মায়া চাহনি সে
কি মোহ সুর ভাসে
দুলে উঠে পোড়া মন বাঁশের বাঁশি।