এতটা দুসাধ্য কার-
বেড়েছে কে-রে-এত বাড় ?
মিথ্যের ডামাডোলে বাজিছে প্রচার,
সত্যের হাহাকার।


গড়মিল হ’লো হিসেবের
খুব বেশী হয়ে গেছে ব্যাবধান;
কটতিটা যেন আজ বেশী কার
কার যে হয়েছে-রে উত্থান।


কার পরাজয় আজি অলিতে গলিতে
চুপে চুপে গায় কার বদনাম;
কে মিশে গেল আজ ধরারর ধূলিতে
চড়ে গেল কার কত দাম।


সভ্যতার কাছে বন্দি বিবেক
আজ পড়ে গেছে কনাকানি;
কে শোনাবে গো বিনম্র বারতায়
বিশুদ্ধ সত্য বাণী।


এতটা সাহস দেখাবে কে-রে
কে করে সেই কার-সাজি;
বড় সংসয়ে পড়েছে সমাজ
সামাজিক অবক্ষয় ধরেছে বাজী।


শেষ হয়ে গেছে কলমের কালি
আজ শেষ হয়ে গেছে বুঝি পাতা;
আর কী কখনো ধরবেনা কবি
বিনাশের কাব্য গাঁথা।