ভোরের পাখিরা কিচিরমিচির ডাকে
ঘুম ভাঙে রোজ সকালে
পিঠে ঝাঁপি বাঁধে আষাঢ়ের রোদে
ঘাম জমে নাক-কপালে।


খুঁটে খুঁটে পাতা তোলে
সারা দিন যায় চলে
সন্ধ্যায় মোটে কটা টাকা উঠে পকেটে
নিদারুণ কষ্টটা বুঝবে সে কে।


কত চাওয়া পড়ে আছে সংসারে
একটা ও হয় না পূরণ
দু’মুঠো ডাল-ভাতে পেট শুধু ভরে
তৃপ্তির তৃষ্ণাটা- -হয় না নিবারণ।