চলো ফিরে যাই
ব্যস্ত শহর ছেড়ে
দূর বহু-দূরে
যেথা আছে শুধু প্রকৃতির প্রেম,
কোন কোলাহল নাই।


শ্যামল মায়ায় ভরা
পল্লীর আঁচল তলে,
এঁকে বেঁকে চলা নদী,
নদী ভরা জলে।
সন্ধ্যার আঁধার ক্ষণে
নিবির নিরজনে,
বসে থেকে সাদা বালু-চরে
ক্লান্তিরা সব যাক না ঝরে ।


কতো দিন শুনিনিতো পাখিদের গান
ভোরের স্নেহ ঝরা সুরে,
ভেজা পথ, অনন্ত মুলুক জুরে
বাতাসে ভেসে চলা ফসলের ঘ্রাণ।


চলো ফিরে যাই
যেথা রাতের আকাশে উরে নিশিচোরা,
জোনাকিরা ছুটে চলে বাঁধন হারা।
কমল জ্যোস্না, চাঁদের হাসিতে
বসন্ত বাতাসে ভাসিতে ভাসিতে
চির সবুজের নির্মল শোভা যদি খুঁজে পাই।