আমি ঘুমিয়ে নই-
ঘরে বসে তোর সব শুনছি-রে;
তোর কলকল, তোর কোলাহল,
তোর উচ্ছ্বাস আর উল্লাস ধ্বনি আমি গুনছি-রে।


বলি কান পেতে শোন;
আগামীর ভাবনা-টা-
তোর চেয়ে ঢের বেশী
আমার’ই তো যেন।


তুই ‘রাজাকার’,
তুই ‘স্বৈরাচার’,
তোরা ওখানেই থেমে যা;
শোষণের বেশ-ভূসে-
বিদ্বেষী-দোষা-দোষে
এগোবে না আর কেউ এক পা।


এ দেশ আমার,
এই পতাকা আমার।
৫২-স্বাধিকার-
রেখেছ কী আর তার সম্মান;
কে বলে তোরা স্বাধীন চেতা
ডেকে আন ওর মলি দুই কান।


আমরা শ্রমিক, আমরা কৃষাণ
এই এলো খরা, এই হলো বান
ভাবনা’রা উঁকি দেয় বার বার
বোরো কাটা বাকি, আছে-
আউশের ক্ষেত নিড়ানি দেবার।
আর-
রাত জেগে জেগে তোরা রাস্তার মোড়ে
হৈ হুল্লোড়ে মেতে বড় বড় আসরে।


লিওনেল মেসি, এম বাপ্পে-
শ্রেষ্ঠ টা দিয়ে যায় লড়ায়ের উত্তাপে।


এ লড়াই উৎসবে মাতোয়ারা সারা
কে সেই বিপ্লবী কে সবার সেরা;
কে সেই বিদ্রোহী, বাঙালী মহা প্রাণ-
কে সেই মহা বীর, তারুণ্যে তেজস্বী মহা-পালোয়ান।


“কে সেই দেশ প্রেমী-মুক্তি সেনা
নে ২১-এর শপথ-নে;
নয় তো বা কাল শহীদ-বেদিতে
ফুল দিতে আর আসবি-নে।