তোদের ডাকলে সাড়া দে
তোরা আয়া ছুটে আয় আয় ছুটে আয় আয় ছুটে আয় রে
আয় ছুটে আয় মাঠের খেলায় মাটির কোল জুড়ে।
তোরা আয়া ছুটে আয় আয় ছুটে আয় আয় ছুটে আয় রে।


তোর মুকুটের মানিক-রতন
শ্যামল মা’এর আঁচল আসন
ফুটবে রে ফুল মায়ার মুকুল
প্রলয় প্রহরে।
তোরা আয়া ছুটে আয় আয় ছুটে আয় আয় ছুটে আয় রে।


আসলে আধার রাতের কালো
কণ্ঠ স্বরে কাঁপিয়ে তোল
চৈত্র দিনে প্রীতির টানে
ডাকলে সাড়া দে।
তোরা আয়া ছুটে আয় আয় ছুটে আয় আয় ছুটে আয় রে।


আয় ছুটে আয় সকল ফেলে
আয় ছুটে আয় সুবাস ঢেলে
আয়রে শত ত অগ্নি পথও
পেরিয়ে যাব সে।
তোরা আয়া ছুটে আয় আয় ছুটে আয় আয় ছুটে আয় রে।