মানুষ বাঁচবে কি ?
মনুষ্যত্য বেঁচে নেই,
প্রতিহিংসার অযাচিত থাবার আঁচড়ে
হারিয়ে গেছে প্রতিবাদ-ভাষা।
ইচ্ছেরা পোষা পাখি, বন্দি খাঁচায়
উদ্যম সারা বেলা কোণঠাসা।


মিথ্যেরা বলশালী-
ত্রাসের রাজত্ব ছলনার অদম্য প্রহরে;
সততা গুড়ে বালি-
অজানা বেদন ভারে কেঁদে কেঁদে মরে।


কোটি বছরের শিলা স্তূপে গড়া
মাটির মাতৃ কোলে ফাগুনের দিন;
অঙ্কুরিত বীজ সবুজ পাতায়
বেড়ে উঠা যেথা অতিশয় কঠিন।


ডগা চুষে খায় পতঙ্গ সকল
ক্ষেতে ফলে না-রে সোনালী ফসল।
দিন কি বা রাত বোঝা তো না যায়,
দু’চোখ বুজে পথ চলা দায়।


বিনাশের ঝড়ো বাতাসে নিবে যায় আশার প্রদীপ-
পুলক শিখায় যদি নাই তারে আর জ্বালো;
মিছে অন্ধের মত অজ্ঞতা বিলাপ
ধরণীর শোভা তবে কালো।