দীপ জ্বেলে দে
মা’গো- দীপ জ্বেলে দে
যে প্রদীপ জ্বেলেছিলে
সন্ধ্যা রাতে।


মাঠের হলুদ বুকে ফসলের-এ তান,
অন্তরে বেজে উঠে বিজয়ের গান
অনন্য শোভা ঢলে
উৎসব বয়ে চলে
স্বপন প্রাতে।


দীপ জ্বেলে দে
মা’গো- দীপ জ্বেলে দে
দু’টি চোখে জল দেখে
যে শিখা জ্বলে উঠে
রক্ত দিতে।
দীপ জ্বেলে দে
মা’গো- দীপ জ্বেলে দে।