কোথায় গো সম্প্রীতি
আমি খুঁজি তোমারে,
দৈন্য তা যথারীতি
লয় ভীতি দুয়ারে দুয়ারে।


এই তোর দুর্দিন এলো-
দেহ নয়, মনটাকে জাগিয়ে তোলো।


আমি তার কান্নার সুর ধ্বনি শুনি যে,
শিয়রের পাশে বসে, অঝরে কাঁদলে সে
আহাজারি রক্তকে হারাবার,
ওরা দেখলে না,শুনেও না শোনা
মুখ ফুটে কেউ কিছু বললে না
জোরে সোরে করলে না এতটুকু প্রতিকার।
এই বড় অভিশাপ, দৈন্য তার।