উড়ো পথে গল্পটা শেষ না হলে
শেষ টুকু বসে বলে গাছের ডালে।
কা কা-কা কা
এটা সেটা কত কথা
কি মধুর গোধূলির-এ লগন।
মা’গো তোর পল্লী তে করি বিচরণ।


এলো মেলো পথ গুলো সু-বিশাল
মেলে ধরে সবুজের প্রান্ত,
মাঠে মাঠে সীমাহীন মায়া কাল
হেটে হেটে আলোকেরা ক্লান্ত।


ছায়া রণে সূর্যটা নিবে যায়
ধোঁয়াশায় ডুবে যায় যে বীথি,
শোভা যার হারালে না শোভা তার
সেথা আমি দু’কদম অতিথি।