একটি দৃশ্য-
বাঙালি আর বাংলার আলাপনে,
পটভূমি যার হাজার বছরের
অর্জিত ধ্বনি অর্পনে।


একটি দৃশ্য-
নদী বেষ্টিত পলি মাটি গড়া
সোনা ফলা বাংলার প্রাঙ্গণ;
যুগে যুগে আগ্রাসী কালো থাবা
লালায়িত আত্মার দু’নয়ন।


একটি দৃশ্য-
বায়ান্নে ভাই হারা ক্রোধ
সত্তরের ভোট যুদ্ধ;
দাবিতে দাবিতে উত্তাল
তেজি বাঙালি সংক্ষুব্ধ।


একটি দৃশ্য-
মহান কবির কাব্য কথায়
৭ই মার্চের ভাষণ;
দলে দলে তরুণ মুক্তি সেনা
স্বাধীনতা-বিজয় অর্জন।


একটি দৃশ্য-
এ পার বাংলা, ও পার বাংলা
পদ্মা মেঘনা বহমান;
অঝরে কাঁদে বসে পল্লীর জননী
এই পার ঐ পার দু’ই তার প্রাণ।