দুঃখ আমার মনের মাঝে
ভীড় জমেছে কত,
বলব কারে, বেড়াই খুঁজে
পাইনে মনের মত।


সাঁঝের বেলায় আকাশ নীলে
চাঁদের হাসি মুখ,
ঝাকে ঝাকে তারার ঝিল্যে
ভাবছি অথই সুখ।


সেথায় আমি ছড়িয়ে দিলে
মনের দুঃখ যত,
দুঃখ গুলো আকাশ কোণে
ভাসল মেঘের মত।


বলব গিয়ে নদীর কাছে
ভাবছি মনে মনে
ঢেউয়ের ঢলে উছলে সে কূল
ব্যস্ত স্রোতের টানে।


এই না শুনে পথের ধূলি
বললে আমায় ডেকে,
শত দুঃখ বইছি বুকে
হাজার বছর থেকে।


কত জনায় বলতে গেলাম
মনের দুঃখ গুলো,
কেউ কোন দিন শুনলো না সে
আমি যে পথের ধূলো।


দুঃখী জনের দুঃখ গুলোয়
বুঝবে না কোন জন,
একেলা সেই দুঃখ গুলোয়
দিলাম বিসর্জন।


কেউ বোঝেনা দুঃখীর দুঃখ
সকলেই বোঝে বাজে,
সদা-সর্বদা আসিলেও দুঃখ
হাসিও সকল কাজে।