বড়ো ঝড়-ধরো কর,
হাঁটি হাঁটি পা পা রে সোনা;
আমি আর তুমি বড় ব্যবধান
আয় তোকে চেনাবো সে
জল জলা পৃথিবীর অচেনা।


রত্ন টা কোলে চরে
যেতে চায় ঐ বহু দুরে,
দেখে ফুল, পাখি উড়ে
প্রকৃতি টা ঘুরে ঘুরে-
দেখবে সে বিহানা।


স্বপ্ন রা সত্যি যে নয়,
সত্য যা  গড়ে নিতে হয়।
আয় তোকে বোঝাবো সে-
কষ্টের সূর্য টা ওঠে
রোদে জ্বলা ভোর হয়ে ফোটে।
শিমুল শোভা হ‘লি
শালিকের গান,
থোকা থোকা ফুল-কলি
পাপড়ির রক্ত রা অম্লান।


এত টুকু ছোঁয়া ঝড়ে
পুলকে রা কোষে কোষে অবতার,
আয় তোকে জানাব সে-
নির্জলা দুঃখ টা তবেকার।