ফাগুন-
তোমার পরশ এলে রক্ত উঠে টলে,
স্বাধীনতা, মাতৃ ভাষা, রক্ত-নয়ন জলে।


ভোরের পাখি জাগলে দেখি
গাইছে শালিক গান,
রাতের ঝরা শিমুল ফুলে
ভরেছে উঠান।


রফিক-শফিক রাঙা পলাশ
ফাগুন হাওয়া বায়,
প্রাণ দিয়েছে মায়ের ভাষায়
কণ্ঠ আমার উদার হতে চায়।


ফাগুন এলেই প্রদীপ জ্বলে
শহীদ বেদী ফুলে ফুলে
মিছিল হলে করুণ সুরে গান
তাঁর পরশে এতই মোহ,
কাড়ে সবার মন-প্রাণ।