নতুন সূর্য-
রক্তে রঞ্জিত রিক্ত ভোরে,
অত্যাশ্চর্য-
সুনীল দিগন্ত মেলে ধরে।


আমি হতাশ কেন ?
সম্মুখ সংগ্রামে ভাঙা তলোয়ার হাতে;
আমি দুর্বল যেন-
বিপর্যস্ত দৈন্যের নিপীড়ন-কশা ঘাতে।


নত শির নমনীয় ভাবনা প্রবণ মন
সংঘাত-শক্ত বাকে নেই যে সমর্থন;
নতজানু তমসা ঘোর, কাঁদে চঞ্চল
নি বর্ণ নগভেদি স্বপন বিফল।


ফিরে দেখি-
চার ধারে জেঁকে বসে সন্ধ্যা-আঁধার,
হায় এ কি ?
পরতে পরতে শুধু হার সমাচার।