সতত সুন্দর হে জ্ঞানী-গুণী-
তোমার চিত্ত্ব রসান বাণী শুনি
জাগিয়া উঠিলে কত মৃত প্রায়
দীপিত শিখা তৃণ জ্বালি হিয়ায়।


শোনে না সে বাণী আজ অপ্রিয়
অনিন্দিত অকল্যাণ অতি যদিও
বারুদ বিষাদে কাড়ে মহা-প্রান
অতৃপ্ত আনিছে অযাচিত দান।


তবুও কী তোমার হিয়া অনাদরে
অনাহুত অসত্য অনাচার জোরে
ঝলমল তরবারি মরিচিকা ধরে ?
কখনো কী অতি অশুভ হয়ে পড়ে ?


সুনিভৃত প্রদীপে বাণী শিখা ঢালো
সামন্ত মসলিন বিকশিত আলো
সুপথ দেখাল কে দেখেনিক ধরা-
হোউক সে অপ্রিয় অতি নিন্দা ভড়া।