বহুদিন পরে
ধূলি দের নগরে
পুরনো ঘোরে ঘোরে খুঁজি,
থরে থরে গাদা গাদা
ছোট-বড় গিঁট বাঁধা
কাগজের ভাষা গুলো বুঝি।


ছেড়া-ফাঁড়া টুকরে
বুকে ধরে জল জলে ইতিহাস,
কলকল ঢেউয়ে গড়ে
স্মৃতিময় নূপুরের উচ্ছ্বাস।


খেয়া ঘাটে বসে থাকি
নিশিতের কত বাকি
ডুবুডুবু সূর্যটা-
নিদারুণ সেই স্মৃতি স্মরে,
চরের চরা-চরে
জীবন সে বিদ্রোহ করে।