রাতের দ্বিপ্রহর তখন-
খুলে বাতায়ন
অদূরে আঁধারের ঢলে
লিচু বাগানের ছায়া তলে
ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকি।
দেখি, জ¦লে জোনাকি।


বাদলে ভেজা পাতা-পালকে
দোলকে দুলকে ঝলোকে ঝলকে
ভেসে ভেসে আসে তোমার ঘরের আলো-
আমি কাঁদব কেন-বলো।


ভালোবাসা-দু’চোখের নোনা জল
ঝরে ঝরে পড়লে না;
কষ্টরা আরও বেশি কষ্ট পায়
সে আমায়
এতটুকু জালা দিতে পারলে না।