উঠ-রে উঠ উঠ-
চল চল মাঠে ছোট-
করিস না আর অবহেলা।
নিশিত গেছে কেটে-
সোনালী রোদ্রে ফেটে-
সূর্যটা হয়ে গেল উজলা !


না ফুরাতে প্রভাতের টান
কাটিতে যে হবে পাকা ধান;
যেতে হবে ওপারের জমি টুকু চাষতে।
শ্যামল মাঠের কোলে
ব্যস্ত কিষাণ চলে
কোমরে গামছা বেঁধে-
হাতে তুলে নেয় কাস্তে।


কাঁধে গুরু ভার
সবার অন্ন জোগাড়
রাখালেরা আছে কত পাওনা;
পৌষ-মাঘ শেষে
ক্ষেত চষে চষে
যত শস্য ও বোনা।


বীজ তলা হতে
চারা এনে পুতে
করে সেই চারার লালন;
কৃষকের দুই ঠোঁটে-
ফসলের হাসি ফোটে
আনন্দে ভরে উঠে কিষানির মন।


কৃষকের ঘামে মাটি ভেজে না’রে
তেজিয়া উঠে সব ক্ষেত;
কিষানিরা শুঁকে ফসলের ঘ্রাণ
মহা-জন-দের বাড়ে মেদ।