অনুকরণ প্রিয় মানুষ পানির মতই প্রবাহমান।
কখন বরফ নিংরানো ঠান্ডা জলের ঝর্ণা।
কখন অথই সাগরে, নদীর স্রােত ধারায়
আবার কখন সূর্যের উত্তাপে অদৃশ্য হয়ে
আকাশে উড়ে বেরায় স্বপ্নময় মেঘের দলে।


বিন্দু জলে শিশির পরিবারগুলো-
জলাবদ্ধ হয়ে থাকে সমাজ-রাষ্ট্রের বাঁধনে।
দেখে-শুনে-শিখে-অনুপ্রাণিত হয়ে
বিভিন্ন শ্রেণী-ভেদে অনুকরণ করতে করতে
এক সময় বিবর্তন ঘটায়।


ভাবতে পারে মানুষ -
মাত্র এই একটি অধিকারী গুনে-
সমস্যায় পড়ে সমাধান খোঁজে,
পুঞ্জিভূত চিরাচরিত বিশ্বাস ধর্মে...
বাঁধ ভাঙ্গে, ঢলের মত স্রােতের টানে
কোথায় যে গড়িয়ে যায়-তা জানে না।
আর অতীতে ফিরে আসতে পারে না।


ভাবুক মানুষ, উদ্ভট দূরদর্শী যেন-
যন্ত্রকে বিশ্বাস করে অন্ধের মত,
ধর্মহীন, বর্ণহীন জাতে...
পরিবর্তণশীল বাষ্পের মতই
ছাঁয়া পথে ঘুরে বেড়াতে যায়,
বিবর্তনের আদলে বাষ্প হতে চায় !
বাষ্পরা কী অমর ?
বিস্ময়কর ! মানুষ বাষ্প !
নিছক মানুষ মেতেছে-
মানুষের ধ্বংস লিলায়।