নির্মল আকাশ,
ঝিকি মিকি ধ্রব তারা;
ধপধপে জ্যোস্নায় বড় সোভাময় জ্যোতি ধারা।
স্বপ্নময় ভূবনে তুমি স্বপ্ন হয়েই ফুটেছিলে।
মুক্ত বাতাস,
আমি নিমগ্ন মনে-
সেই চেনা সুর, চেনা গানে গুঞ্জনে গুঞ্জনে।
তোমাকে দেখি সীমাহীন নদী ভরা জলের নীলে।


মনে পড়ে-
সেই মোনালিসা হাসি-
লাজুক নয়ন চাহনে চেয়েছিলে আসি।
উচ্ছাসে উচ্ছাসে ভরা খুশি খুশি ভাল লাগা প্রানে।
ভাবনায় ভরে-
বারে বারে দেখেছি সেই চে না মুখ খানি,
তাজ মহলের কোটরে কোটরে তুমি বাঁধা হলে জানি-
হৃদয় নিংরানো সব ভালোবাসা মাখা শুকনো বকুলের ঘ্রাণে।


স্বপ্ন দেখি-
দুজন দুনা ঘিরে হয়ে যাই একাকার,
সুরে সুরে একি গান কণ্ঠে বেজেছে দুজনার।
আজ সেই গান আমি একাকীতে গাই।
এসো ধিরে ধিরে
গাঁথি পাখি নীরে
বসে থাকি সেথা দুজনা।
একি দুটি মনে
বাঁধি মায়া সনে
বুনে যাই সুখ আপনা।
তুমি এলে-কী ?
বাতাসে মলিন হয়ে ভেসে যায় সে কথা,
ঝর ঝর শব্দে কেঁদে উঠে ঝরে পড়া যত লতা।
কাঁদছ না তুমি ! আমি মিছা মিছি কানা মাছি খেলি একেলাই।