ভোরের প্রভায় ধরায় যখন
ভিজিছে সবুজ তৃণ,
নিত্য তখন বিভোর ঘুমে
ঘুমিয়ে ছিলেম যেন।


ক্লান্তিতে মোর দু’চোখ বুজে
অলস প্রহর কাটি,
বঞ্চনারি প্রখর ধারায়
সুফল গড়ায় ভাটি।


হাসছে সকাল, দিঘল রাতের
আঁধার গেছে টুটে,
ফসল তোলার স্বপ্ন মনে
কৃষক বেড়ায় ছুটে।


ভাবনা তাদের মেঘ-বাদলের,
কাটবে পাঁকা ধান,
নবান্নের-ই আনন্দে-তে
ভরলে মন-প্রাণ।


কিষাণীরা সব ব্যস্ত থাকে
রাধতে বসে ঘরে,
কেউ বা রোদে ধান শুকাতে
কেউ বা মলন ঝরে।


পাড়ায় পাড়ায় সুবাস ছড়ায়
পুলি-পায়েস-মিঠা,
ধুম পড়ে যে গড়ছে সবে
নতুন ধানের পিঠা।