উদয় বেলার সুবাস মাখা
মুক্ত শ্বাসের প্রাঙ্গনে;
নবযাত্রা আজ আমাদের
নতুন ধারার অঙ্গনে।


ভাংল কূজন, ডাকল পাখি
উঠল সুরুজ, মেলিল আঁখি;
প্রাণে প্রাণে জাগল সারা-
ছুটব মোরা বাঁধন হারা,
অগ্রপথিক, সর্বহারা-
জেলে, কিষাণ, রাখালেরা-
জুটল সবে ‘পুষ্পদলে’
দীপ্ত মনের বন্ধনে ;
আকাশ সীমায় বাঁধল স্বপন
নিত্য সুখের নন্দনে।


সভ্য জাতির স্বপ্ন লয়ে
লক্ষ অটুট ভূবন জয়ে।
ডাকল তরুন উচ্ছাসে ঐ
পথের দিশা অঙ্কনে ;
তৃষ্ণা ভরে বাজল বীণা
ভাসল সে সুর কঙ্কণে।


মধুর গানে চঞ্চল মন,
শিশির জলে হাসলে কিরণ;
নিত্য নতুন প্রমোদ গড়ি
পেরিয়ে মরু, পেরিয়ে গিরি
ঝড়-বঢ়ষা-তুষার ঝরি
হিমেল পবন শিরি শিরি
বয়ে চলে, নদীর জলে
ঢেউ জাগালে মন্থনে;
দূর্যয় মোরা দূরের পথিক
ছুটছি অথই লঙ্ঘনে।
               - উড়ো চিঠি