কিষানিরা সব ঝাড়ছে উঠান
মাঠে মাঠে ছোটে ব্যস্ত কিষাণ
পাকা ধান কাটতে যাবে বিলে।
ঘাটে-বাটে উৎসব রব
দল বেঁধে সব
কাস্তেÑচালন গিটের রশি মিলে।


মুলুকে পলকে আলোকে পুড়ে
উঠলে খেপে মেঘের খৈ
এই রে জোরে
তুফান সোরে
বৈশাখী ঝড় আসল বৈ।


ঘর ভেঙে যায়
তীর ভাঙা গায়
বান এসেছে উজানে
বর্ষা শেষে
দূষণ দোষে
এরাই ভোগে সব দূষণে।


নতুন শোভায় ফোটে ফাঁপা খৈ
জানে উনুনের উত্তাপ-জ্বালা
বান এলো কী খরা হ’ল
তামরা সদায় ভালা।