ভালো বাসার মূল্য যে হায় কতো
তোমার প্রেমে বুঝতে পেলাম সে তো।
শরত কালে কাশের বনে
সাদা ফুলের দোল পবনে
হারিয়ে যেতাম প্রিতির সনে
স্বপ্ন মনে
উরো উরো পাপরী গুলোর মতো।


তোমার পরশ লাগলে সারা গায়
মনের দুয়ার আপনা খুলে যায়,
শিশির ঝরা মেঘের বাহন
ফুলেল বাসে আনলে সাওন
ঝরলে সারা ঝরা প্লাবন
নিরব ক্ষনে
আকুলীত হৃদয় শুধু তোমায় পেতে চায়।


যখন দেখি চাঁদের হাসি মুখ
জ্যোৎস্না ধারায় ঝরলে কতই সুখ
আলোয় ভরা সান্ধ্য ভূবন
ডাকলে আমায় হাটছি দুজন
পাখির নীরে শান্ত স্বজ্জন
ঘুরে এলাম
দুই-জনারী ভাল লাগার মুলুক।


নিশিত কখন আসল ধরা-তলে
আলোক মেলা ভাঙল আঁধার দলে
কখন আমি হারিয়ে গেলাম
উদাস মনে হোঁচট খেলাম
উড়তে গিয়ে বুঝতে পেলাম
শিশির তখন
ঝিরি ঝিরি ঝরল নয়ন জলে।