বোঝে না যে-
অবুঝ সে
তাকে বোঝানো না যায়;
ব্যাকুলের মন
বুঝলে রে শোন
আসেক হওয়া টা বড় দায়।


জ্বলে-পুরে অঙ্গার প্রাণ-
তা তে ও যে হয় নাই ক্ষান্ত;
নেবালে সে অন্তর যন্ত্রণা হান
স্বপ্নেরা হয় জল জ্যান্ত।


বেহুঁশ জনে নাই রে শোনে
অন্তর কাড়া সেই গল্প;
সবাই জানে অন্ধের মনে
রূপের ক্ষুধা অল্প।