আমি যেন দু’চোখেই ঝাপসা দেখি।
এই দূরে মুখ খানা
চেনা চেনা অচেনা,
চিনতে সে মুখ পানে চেয়ে চেয়ে থাকি।


আলো হারা পৃথিবী টা আধ আধ আঁধারে
সুখ তারা তুমি উজ্জ্বলা সেই সন্ধ্যা পারে।


সুতা ছেড়া ঘুড়ি খুব উড়ে না
একা বসে দূর আকাশে
বিরহিণী চাঁদ হাসে
রাতের তারা সে তো তুমি না।