ঠাকুরের পুটলি টা-
পড়ে আছে খান কাতে বুঝি
মনের ভুলে সে, গিট্টুটা খুলে যে
দেখেছিস কে কখন সুঝি।


আমি খুঁজি দেশ প্রেম
তুমি কার মায়া;
দেখিনি এ সংসারে
সেই বেশী অনাদরে
অভাবনীয় যার প্রীতি-ছায়া।


খুঁজে খোঁজে ধ্বনি-বায়
দেশ প্রেম ধোঁয়াশায়
সফলতা বলে আর কিছু নেই;
পথ হারা নাবিকেরা
হাল ভাঙ্গা-পাল ছেড়া
যে যার মত ভেসে চলছেই।