অন্তরে অন্তরে জ্বালা
অন্তর জ্বলা
শেষ নাই আর এ জ্বালার
জ্বলতে দেই না ওকে-
তবু পিলিকে পিলিকে চিলিকে চিলিকে
জ্বলে উঠে বার বার।


কুয়াশার ঘন মেঘ আকাশে উড়ে
বাতাসে শিশিরের দোলা;
অভাগিনী পুরে মরে তুষার ঝড়ে
পেতেছে যে সংসার খেলা।


কোলে বসে কেঁদে খুন অবুঝ শিশু
পিঠে বড় ক্লান্তির ভার,
পরশু তে ডেকে নেয় মায়া পিয়াসু
ছিন্ন কুটির-কাল বন্ধ দুয়ার।


ভেজা দুটি চোখ- কত ব্যথা ঝড়ে
কষ্ট সে কত মন পোষে,
তীর ভাঙ্গা তটিনীর নয়নের জল
অজান্তে গড়িয়ে চলে নিরুদ্দেশে।