জম কালো আঁধারে সে
হাতে দ্বিপ শিখা জ্বেলে
চুল কালো চুড়ি-শাড়ি-
চোখ দু’টি মেলে।


পূর্ণিমা চাঁদ হাসে
কুয়াশার জলে ভেজা জ্যোৎস্না;
অপরূপা-তোমায় মনে রাখা যায়
কখন যে ভোলা যায় না।