মহা জ্ঞানী ক’বে
অভিশাপ-ধ্বংস হও
তুমি সংযত নও
তোমাকে সংযমী হতে হবে।


মহা সংকল্প চেতনা ধ্রুবে-
দেশ প্রেম সদা জাগ্রত রবে
বজ্র ধ্বনিবে বিপ্লবে বিপ্লবে
বিপ্লবী নেতা তুমি তবে।


অভিশাপ-
ধ্বংস হও
তুমি সংযত নও
তোমাকে আরও সংযমী হতে হবে।