নিবুনিবু দীপ জ্বেলে যাওয়া,
আচমকা বয়ে চলে দমকা হাওয়া-
পাশে থেকো-ভালো রেখো
অপূরণ রাখি নি তো কোন চাওয়া।


আশায় আশায় নিরাশ মনটা অবুঝ
নির্ঘুম বসে কারি প্রাপ্তির খোঁজ,
দু’চার-আট আনা- হিসাব তো মেলে না
দুঃস্বপ্ন ঘুমে-কেঁদে উঠে অনুজ।


অনেকটা পথ, অনেক প্রহর পরে
অবশেষে আমি অনেক দূরে সরে;
অনেক কথা, অনেক ব্যথা
অনেক তিক্ত জ্বালা অন্তরে অন্তরে।


কে কি বলে আর বলে না
এই নিয়ে আর মন টলে না,
দিয়েছ কি, তাই দেখি
দু’চোখের জল আর ধরে না।