ধ্বনি‘তে ধ্বনিত ধ্বনি
রক্ত শূন্য লাশের মিছিল
প্রতিজ্ঞা লব্ধ অন্ত।
নিশান কালে, ঢেউয়ের দলে
অপার সমুদ্র পারি দেবার উচ্ছ্বাস বনি।


উতলা বুকের গর্জন শুনি-
আমি নিরস্ত্র মানবতার জন্য
খেটে খাওয়া মানুষের আর্তনাদ।


কণ্ঠ-টা ভেসে যায়,
অণু হতে ছোটে বায়,
ঘুরে বেড়ায়-
গ্রহ-নক্ষত্রের কণায় কণায়।