কেমন করে বোঝাই তোরে
আমি তো নই কর্তা
রাতের ফেরে যাস নে ছেড়ে
চাঁদের আলোক বার্তা।


দিন হারালে সন্ধ্যা তালে
ডুবলে রোদেল সূর্য,
আনলে বাণী আযান ধ্বনি
কল্যাণী ধর ধৈর্য।


নিঠুর ঝড়ে যাস নে ছেড়ে
আমি হব একলা,
শেয়াল গুলো সব দৌড়ে এলো
চোখ গুলো যার জল জলা।