মনবীণা !
জীবনের অচেনা চরাচরে,
নিয়ত ভালো লাগাগুলো
হলে ভালোবাসা অন্তরে-
কলমের কালি মাখা একরাশ শব্দ চরণ;
দেখি তোমায় দু’চোখ ভরে
ভাবি তোমায় হৃদয় জুরে
কাগজের বুকে গড়া
বিরহ ছন্দে ঝরা
বেদনার কাব্য বরন ।


ভাবাবেগে নিরবাক এক ঝাঁক মৌন বিলাস
হৃদয়ের ব্যাকুলতা প্রকাশের অদম্য তিয়াস,
মলিন মেঘের জলে প্লাবিত জ্যোস্না ধারায়,
মিনতির শতদলে ভাসে কলকল শিরায় শিরায়।


বিজনে বিনয়ের বিবশ পরশ মাখি,
না বলা কথা, সে করুন ব্যথা
অবিরল অশ্রু স্বজ্বল ভেজা ভেজা দুটি আঁখি;


শুকনো মালায় ছড়ায় ঝরা বকুলের কড়া ঘ্রাণ,
সুবাসে আবেশে, পিয়াসে পিয়াসে
কেঁপে কেঁপে উঠে মন-প্রাণ।


বাদলের রিমঝিম ছন্দ রাশে জাগে স্মৃতি মায়াবিনী,
সুরের মূর্ছনাতে ভাসে বেদনার বর্ণবিহীন ধ্বনি;
ঝরা পাপড়ির ভেলায় উরে যত বাসনারে দলি দলি-
উদাসিন আঁধারের পথে দিধাহীন বিদিশায় চলি।


অকূলে খুঁজিতে কূল ব্যাকুল হিয়ার কোনে;
অদূরে ঢেউয়ের দোলায় দোলে দূর মায়া বনে।
সে যে শিশিরের মত করে মিটি মিটি হাসে
নয়নের জলে ছলে, ঝরে যায় মৃদু বাতাসে।


নিরতিশয় ভেবে ভেবে ভাবনারা দূরাশায়-
কেন জানি তবুও যে কী ভেবে, কী আশায়-
হৃদয়ের অনুভবে পেতে চাই মৃদু আলিঙ্গন,
ধ্বনিত কলেবরে হ্রসে মিলনের ছন্দ পতন।