রিক্ত যে সকাল
শূন্য হাতে কার পানে চাই
কার কাছে যাই
কে আর কার রাখছে খেয়াল।


সারা দিন কেটে যায় ব্যস্ত প্রহর
সময় চায় না যেতে, আনবে কে ভোর ?


রাত্রি সে গভীরে
ঐ দূরে শুনি কার গীত-রে
ভাণ্ডারী গীত-সুরে
ঝংকারে নেচে উঠে হৃদ’রে।


আজো ভুলি নাই দুঃখ
নাই সুখ
তো কি রে
চল যাই চল যাই
সমবেত গান গাই
ক্ষণেক তো থেকে আসি স্বস্তিরে।


ঠিক তাই ঠিক তাই
অত ভেবে কাজ নাই
ভালো থাকা-বেঁচে থাকাটা’ই !
শুধু’ই কি তাই-রে ?