স্বপ্ন ঝড়া বনে


মোবাইলফোনে সবাই যখন মধুর আলাপনে,
হারিয়ে যেত শীতল প্রেমের স্বপ্ন ভরা বনে;
তখন আমি ওদের থেকে একটু দূরে বসে,
ব্যাকুল মনে তোমায় ভাবি, ব্যথার পরশে।


আমায় তুমি গেছ ভূলে,
বুক ভেসে যায় চোখের জলে,
হৃদয় পোড়ে বেদনারই অনল ঝরা বাও;
তখন তুমি হৃদয় পোড়ার গন্ধ কি গো পাও ?


আজ যে তুমি অনেক পূজার ফুল,
আমার ফুলে তোমার পূজা, ভাবছি সে তো ভুল।
তবুও যেন স্বপ্ন ভরে মনের গহীন কোণে-
একাকীতে সেথায় বসে ভাবছি নিরোজনে ;
তুমি আমার আপন হলে,
বুঝতে মনের বেদন গুলে,
তখন তুমি অমন করে থাকতে না তো দূরে,
আমার ব্যথা তোমার মনে হানতো দ্বিগুন জোরে।


না-হয় তুমি একটু অভিমানী,
ভাংবেনা মান, নওযে তুমি এমন পাষানী;
জানতে যখন তোমায় ভেবে আঁখি ছল ছল,
আমায় তখন এমন করে কাঁদতে দিতে, বলো !
হয়তো তখন সবি ভুলে-
সকল সুখের প্রদীপ জ্বেলে-
ডাকতে আমায় শীতল প্রেমের স্বপ্ন ভরা বনে;
আমি-তুমি হারিয়ে যেতাম মধুর আলাপনে।