শেয়ার বাড়াও-শেয়ার বাড়াও !
লুণ্ঠন-দুর্নীতি-অবিচার-
ঘুষ-চাঁদা যার,
তার চেলা-চামচার আও-
শেয়ার বাড়াও, শেয়ার বাড়াও।


তিন তিন করে গুণে দেখি নয়।
ফচকে চোর করে ভয়;
চোখ রাঙ্গা কি রে ?
চোর কাপে থর থরে,
ম্যাও ম্যাও করে-‘সবাই তো কয়’
আরও আনো, আরও দেও-
শেয়ার বাড়াও, শেয়ার বাড়াও।


আমি নিশ্চুপ শ্রোতা-
আমাকে-
ঘুষ খোর ডাকে-
কে রে-সাম্যের সংগ্রামী নেতা !
তা-
মুহুরী ফিস’টা তো দেও-
উকিলের কথা।
নেও পকেটে হাত দেও।
ধৌ ভাই, আমি আসি আর যাই-
কাজের তো অগ্রগতি নাই
মিছে খালি কও দেও আর দেও।
বাহে- আগে জবাব তো নেও-
দেও-
শেয়ার বাড়াও-শেয়ার বাড়াও।