এখনো ওরা পড়ে আছে শেকড়ে,
প্রাণরে প্রয়াশে অংকুরের প্রতিক্ষায়।
এখনো ওরা বিকাশের প্রয়োজনে
মিশে আছে কণায় কণায়,
এখনো ওরা আকুলিত অস্থি বাহনে,
উৎলে উঠা বিবর্তনের বিশ্ময় প্লাবনে-
প্লাবিত করে বয়ে চলা বেগবান রসে,
এখনো ওরা খেয়া পারের অপার আঙ্গিনায় বসে
চকতি নয়নে প্রহর গুনিছে চেয়ে থেকে কালের খেয়ায়;
ওরা ভালবাসা চায়, সভ্যতার কাছে ওরা ভালবাসা চায়।


ধ্বমনীর অপকটে মছিলে মিছিলে,
ওরা বলে-
“আমরা আগন্তুক, এখনো পড়ে আছি শেকড়ে,
আরও কত কাল, আরও কত কালান্তরে-
অংকুরে দেখিনা যেন ক্ষুধাতুর মৃত্যুর লালায়ীত চাহনী।
স্নেহ-মায়ায় ভরে রেখ জীবনের পথ খানি।
ধরনীটা সাজিয়ে রেখ প্রকৃতরি নির্মল শোভায়।”
সভ্যতার কাছে ওরা ভালবাসা চায়।