শেষ হয়ে যাক, শেষ বাণীতে
শেষ হয়ে যাক শেষ লগ্ন,
শেষ হয়ে যাক অগ্নি দাহ জ্বালা
শেষ হয়ে যাক বিষন্ন।


শেষ হয়ে যাক সেই কণ্ঠের ধ্বনি
উৎলে উঠুক মন, না শুনি না শুনি।
শেষ হয়ে যাক বেদনা বিধুর ক্ষণ,
শেষ হয়ে যাক নিবির নিরজন।
মনের মাধুরী হারা নয়ন জলে
থাক হয়ে থাক সে নি-বর্ণ।


বাজুক বিদায় বীণা বিরহের শুরে
যাক না সে যাক, যাক দূরে সরে।
শেষ হয়ে যাক পথ চাওয়া
আলোক শেষে হলে আঁধারে ছাওয়া।
পাপরী হারা মন বৃত্ত্ব
থাক পড়ে থাক হয়ে শুন্য।


শেষ হয়ে যাক বকুলের মালা গাথা
থাক পড়ে থাক, না বলা যত কথা।
আঁধার নিশিতে নিরলে বসিয়া
বিরহ যাতনে কাঁদুক না হিয়া।
বঢ়ষার ঝরো ঝরো বাদলে-
ভেঙ্গে যাক যাক মধু স্বপ্ন।