ভালোবাসা-
যেন দু’চোখের নোনা জল।
আনন্দ-বেদনা ভারে
হুহু করে বাড়ে।
কানায় কানায় ভরে
দু’চোখের কোটরে,
করে টল-মল
সহসা।


ভেজা চোখ-
ঠিক তোমারি মতন,
বড় মায়া কাড়ে-
রিক্তের এ প্লাবন।


‘প্রিয়’ যদি থাকে দূরে সরে,
পিয়াসী হৃদয়ের ঢল
উছল নয়নের জল
বয়ে বয়ে পড়ে।


নিকস মাটির হিয়ায়-
প্রীতির আসরে লুটায়,
স্মৃতির পলস্তারা
হয় যে অচিন;
সে কি নয়নের জল
না কি শিশিরের কফিন ?