ক্লান্তির শেষ নাই বুঝি-রে
তবু মোরা শান্তিরে খুঁজিরে।
নিশির আঁধারে ঢাকে নীলাকাশ,
প্রাতের আলোয় ভরে সে পিয়াস।


জীবনে জমে থাকা বেদনা-ঘাতে
নিরবে বয়ে চলি একলা তাতে
দূরাশার জ্বলা ময় আগুনে-
ঘুরে ঘুরে আনি ঝরা ফাগুনে।


বিষাদ-বিবাদে পুড়ে হই অঙ্গার
ঝরে যাওয়া বায়ু দোষে আবার-
সব ব্যথা মুছে ফেলে মন-
সবুজ স্বপনে হাসে দু’নয়ন।