শেষ নেই যার
উদ্বেলিত ঢেউ
ভেঙে চলে তীর
নীর ভেঙে যায়
জোয়ারের জলে
জীবন সংগ্রামী নদীটির।


ভালোবাসা-বন্ধন
মায়া জাল সংসার
কষ্টের পৃথিবী’টা
শুধুই আমার।


কে আছে আর
বন্ধু-সে সুজাতার
মেলে ধরে সুবিশাল পাখনা
সূর্যটা যেন তারে রোদে পোড়ে না।