যে ধ্বংস হতে চায়-
তাকে আগলিয়ে রাখবে কে।


যদি অগ্রের পানে ধায়-
ফাল্গুনী পুড়ে মারে আগুন হাওয়ায়।


বৈশাখী আচমকা তুফানী শোভায়
আলেয়ার আকাশ জুড়ে মেঘলা বেলায়।


ঝর ঝর ঝড়ে যায় নির্ঝরিণী-
চাঁদ উঠে, তারা জ্বলে-
বাঁধ ভাঙা ঢলে বায় কল্লোলিনী।