সুবচন পর্ষদ-এ ডেকে নিলে যে
বালিয়ামারী বর্ডার হাটে চড়ুইভাতি তে
শিশু-কিশোর-জুয়ান-বুড়া
দেখলে সবাই সবুজ ঘেরা
ঠায় দাঁড়ায়ে পাহাড় চূড়া
ও পার বাংলা সে।


এ পার বাঁকা নদীর বাঁকে
পরশীরা সব মাঠেই থাকে
ক্ষেতে ক্ষেতে সোনার ফসল ফলায়;
এ পার ও পার খেয়ার তরী
পার করে নেয় টানের দড়ি
টানলে কশি টান পড়ে সে নায়।


ব্যাকুল মনে বি-বোধ আনে
কাঁটা তারের বেড়া;
বাবার-স্নেহ-মায়ের আদর
নয় সে তেমন ধারা।


বন্ধু-বান্ধব এক সাথে সব
খাবার থালা হাতে;
শিক্ষা যা হয় আনন্দ ময়
দীক্ষা টা রয় সাথে।